বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাইবান্ধায় মুকুট হারাল আ. লীগ

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২১ ২২:৪০

১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মতলুবর রহমান। ক্ষমতাসীন দলের প্রার্থী পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। আর ধানের শীষের প্রার্থী পেয়েছেন মাত্র ৯১৮ ভোট।

গাইবান্ধা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয় পেয়েছেন দলের বিদ্রোহী মতলুবর রহমান।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোতালিব এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে জয় পেয়েছেন মতলুবর রহমান (নারিকেল গাছ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনওয়ার-উল-সরওয়ার (স্বতন্ত্র) রেল ইঞ্জিন প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।

আওয়ামী লীগের শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর ৭ হাজার ৩০১ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। এছাড়া মো. শামছুল আলম (স্বতন্ত্র) মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৬৯ ভোট। আরেক (স্বতন্ত্র) প্রার্থী মো. আহছানুল করিম চামুচ প্রতীক নিয়ে ভোট পান ১ হাজার ৯৭৪। অপর স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ ক্যারাম বোর্ড প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৬৯২।

তবে বিএনপির প্রার্থী মো. শহিদুজ্জামান শহীদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৯১৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. মির্জা হাসান জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট।

এই পৌরসভায় মেয়র পদে আট জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। পৌরসভার ৩১টি ভোট কেন্দ্রের ১৫৩টি ভোটকক্ষে ভোট দেন ৫১ হাজার ৩৮৭ জন ভোটার। এরমধ্যে পুরুষ ২৪ হাজার ৫৯০ জন ও মহিলা ২৬ হাজার ৭৯৭ জন।

পৌরসভাতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয়।

এ বিভাগের আরো খবর